Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহষ্পতিবার বিকেলে জেলা সদরের পুরাতন কোর্ট চত্বরে জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ও পৌরমেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (বীর প্রতীক), জাতীয় পরিষদ সদস্য শেখ কুতুব হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মজিবুর রহমান বাবুল প্রমুখ।
এদিকে জেলার আখাউড়ায় উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালন করেছে। সকালে সড়কবাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন করা হয়। বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, আ’লীগ নেতা জাবেদ আহাম্মদ, সৈয়দ তানজিল শাহ, সাখাওয়াত হোসেন প্রমুখ।
এদিকে জেলার সরাইল উপজেলায় গণজাগরণ মঞ্চ নানা কর্মসূচিতে দিবসটি পালন করে। সংগঠনের সভাপতি ঠাকুর মেজবাহ উদ্দিন মিজানের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্ত্যব্য রাখেন আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আবদুর রাশেদ, নাগরিক কমিটির সভাপতি হাজি আবদুল ওয়াহাব, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজি ইকবাল,কমিউনিষ্ট লীগ সভাপতি আবদুস সোবহান মাখন,সিপিবির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন ও শ্রমিক নেতা হাজি ইউনুছ মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত। বক্ত্যারা স্বাধীনতার মাসে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবন্ধ আন্দোলন করার আহবান জানান। সন্ধ্যায় মুক্তিযোদ্ধের চলচ্চিত্র ‘গেরিলা’ প্রর্দশন করা হয়।






Shares