Main Menu

সহিংসতা রোধে জেলা প্রশাসনের মতবিনিময়

+100%-

প্রতিবেদক : দেশব্যাপী চলমান সহিংসতা রোধে এবং জনসচেতনতা সৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আহবানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ।
জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে সভায় দেশে যে সহিংস পরিস্থিতি সৃস্টি হয়েছে তা প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ব্যক্তিগত সামাজিক নিরাপত্তা রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষাসহ নাশকতা রোধে সকলকে সচেতন ভূমিকা রাখতে তিনি আহবান জানান। পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম বলেন,মানুষের জানমাল, রাস্ট্রীয় সম্পদ যেন কেউ বিনষ্ট  না করতে পারে সে ব্যাপারে সকলকে সচেতন ভূমিকা নিতে হবে। কেউ যেন শান্তিপূর্ণ পরিবেশ বিঘিœত করে অস্তিতীশীল পরিবেশ সৃস্টি না করে সে ব্যাপারে  যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যারা নাশকতা করছে তাদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানিয়ে তিনি এলাকা ভিত্তিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পৌরমেয়র মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আবু সাঈদ, সদর উপজেলা চেয়ারম্যান বশীর উল্লাহ জরু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (বীর প্রতীক), জাসদ সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাইদ, সিপিবির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুস সামাদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি প্রফেসর মোখলেসুর রহমান খান, মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী মো. রতন মিয়া,মাওলানা সুলতান ইয়াসির মাদানী,চেম্বার সভাপতি ইলিয়াস খান, প্রেসকাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামী, জেলা পুজা উদযাপন পরিষদের নেতা সুভাষ পালসহ বিভিন্ন প্রতিনিধিরা বক্তব্য রাখেন।






Shares