মনিরুজ্জামান পলাশ : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও জামায়াতের ডাকা বৃহস্পতিবার সকাল-সন্ধা হরতাল ব্র্রাহ্মণবাড়িয়ায় স্বতস্ফূর্তভাবে পালিত হয়েছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ হরতাল সমর্থক ১৩ জনকে গ্রেফতার করেছে। জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌরমেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করে। পাড়া-মহল্লায় নেতাকর্মীরা পিকেটিং করার কারণে শহরের অভ্যন্তরে কোন যানবাহন চলাচল করেনি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, ব্যাংক-বীমাসহ সকল প্রতিষ্ঠান দুপুর পর্যন্ত বন্ধ থাকে। ভাদুঘরসহ বিভিন্ন স্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি কিংবা আসেনি। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। আইন শৃঙ্খলা বাহিনী শহরের গুরুত্বপূর্ণ অন্তত ৪০টি স্থানে মোতায়েন থাকার পাশাপাশি টহল দেয়। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে হরতালে আখাউড়া স্থলবন্দরে কোন প্রভাব পড়েনি। আমদানি-রফতানি কার্যক্রম ছিলো স্বাভাবিক। পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম জেলার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে পুলিশ গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন। |