শামীম উন বাছির : জামায়াত ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল শেষের পর মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা ১২ ঘণ্টার হরতাল। হরতাল চলাকালে জেলার কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর হরতাল সফল করতে বিএনপি নেতারাও নিয়েছেন সর্বাত্মক প্রস্তুতি। এদিকে শহরের বেশ কয়েকটি স্পটে মিছিল-সমাবেশ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১ টার দিকে শহরে বেশ কয়কটা পটকার আওয়াজ হয়েছে। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিচ্ছিন্নভাবে কিছু গণপরিবহন চললেও তা স্বাভাবিক সময়ের তুলনায় একেবারে কম। রিক্সা চলাচলও বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মূল সড়কে ও অলিগলিতে থাকা দোকানপাটগুলো বন্ধ রয়েছে। সরকারী-বেসরকারী অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যানবাহনের অভাবে গন্তব্যে পৌঁছাতে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। |