Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হয়নি ॥ ৮ জামাত কর্মী গ্রেপ্তার

+100%-

প্রতিবেদক : জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের টি.এ রোডসহ সব সড়কে রিকশা ও ইজিবাইক স্বাভাবিক চলাচল করেছে। স্কুল, কলেজ, অফিস, ব্যাংক-বীমার কার্যক্রমও স্বাভাবিক ছিল । কুমিল্লা-সিলেট মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীন সকল রুটে যান চলাচল স্বাভাবিক ছিল। শহরের প্রতিটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সকাল ১০ টার দিকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির নেতা সাইদুজ্জামান আরিফের নেতৃত্বে শহরের হরতাল বিরোধী মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হরতালের সমর্থনে শহরে কোন পিকেটিং হয়নি।   এদিকে জেলার বিভিন্ন স্থান থেকে ৮ জামাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হচ্ছেন, সরাইলের ছন্দু মিয়া-(৩৮), রকি-(৩৫), নবীনগরের কাদির মিয়া-(৪০), বিজয়নগরের আক্তার মিয়া-(৩৫), কসবার সজল মিয়া-(২০), আশুগঞ্জের মধু মিয়া-(৪০), সদর উপজেলার উলচাপাড়ার এমরান মিয়া-(২৪), ভাতশালা গ্রামের আল আমিন-(২৮)
পুলিশ সুপার মনিরুজ্জামান  বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে ৮ জামাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।






Shares