Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল হয়নি, পক্ষে-বিপক্ষে মিছিল সড়ক অবরোধ, ব্যাংকে আগুন

+100%-

প্রতিবেদক : ইসলামী দলগুলোর ডাকা রবিবারের হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়নি। সকালে শহরের সকল দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে। বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খুলতে শুরু করে। হেফাজতে ইসলামের কয়েকশ কর্মী শহরে মিছিল বের করে। তবে ব্রাণবাড়িয়া থেকে দুরপাল্লার সকল যান চলাচল বন্ধ থাকে। সকালে ছাত্রলীগের কতিপয় কর্মী শহরের পুরাতন কোর্ট রোডস্থ ইসলামী ব্যাংকের কার্যালয়ে বাইরে থেকে অগ্নিসংযোগ করে। জেলা আওয়ামীলীগ হরতাল বিরোধী বিােভ মিছিল বের করে। মিছিলটি সারা শহর প্রদনি শেষে পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরমেয়র মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (বীর প্রতীক), যুবলীগ সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন প্রমুখ। এদিকে, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের  ব্রাণবাড়িয়ার বাইপাস সড়কে হরতালকারীরা অবরোধ ও সমাবেশ করে।






Shares