Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা প্রধানদের জরুরি বৈঠক,হরতালে সমর্থন-মঙ্গলবার মহাসমাবেশের ঘোষণা

+100%-
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদী জনতার পূর্ব নির্ধারিত মহাসমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়নি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনুরোধে অবশেষে শুক্রবার রাতে তৌহিদী জনতার মহাসমাবেশ স্থগিত করা হয়। শনিবার জেলার শতাধিক মাদ্রাসার প্রিন্সিপালগণ জরুরি বৈঠকে আজকের হরতালকে সমর্থন এবং মঙ্গলবার পৌর মুক্ত মঞ্চে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়েছে। আল্লাহ, রাসুল এবং নামাজসহ ইসলামের মৌলিক বিষয়ে কতিপয় ব্লগার কর্তৃক অবমাননাকর কটুুক্তির প্রতিবাদে এ মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।
জানা যায়, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় জেলার শতাধিক মাদ্রাসার প্রিন্সিপালগণ জরুরি বৈঠকে মিলিত হন। আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বড় হুজুরের তনয় আল্লামা মনিরুজ্জামান সিরাজী, আল্লামা সাজিদুর রহমান, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, মুফতি এনামূল হাসান প্রমুখ। বক্তারা সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানদের মিছিলে গুলিবর্ষণ করে চারজনকে হত্যা ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবী করেন। এদিকে আজ রোববার হরতালেও প্রিন্সিপালদের প থেকে সমর্থন জানানো হয়েছে। আগামী মঙ্গলবারের সমাবেশ বাস্তবায়নের জন্য আগামীকাল সোমবার সারা জেলায় ঝটিকা সফরের সিদ্ধান্ত হয়।





Shares