Main Menu

জামায়াত-শিবিরের তান্ডবে প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল সমাবেশ

+100%-

শুক্রবার সারা দেশে জামায়াত-শিবিরের তান্ডব, জাতীয় পতাকার অবমাননা, শহীদ মিনার, জাগরণ মঞ্চ ভাংচুর, মসজিদে অগ্নিসংযোগ, সাংবাদিক, পুলিশ ও নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে স্থানীয় প্রেসকাব চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, বিভিন্ন ব্যানারে জামাত-শিবির ও তাদের সহযোগিরা আজকে আমাদের রক্তার্জিত জাতীয় পতাকা ছিড়ে, বর্ণমালার অপমাণ করে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক শহীদ মিনার ভেঙ্গেছে, জাগরণের মঞ্চ পুড়িয়েছে, তারা কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলা করেছে এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আজকে পরিস্কার, তারা আমাদের স্বাধীনতা চায় না। এদেশকে তারা পাকিস্তান বানাতে চায়। আজকের তাদের প্রতিরোধ করা ছাড়া কোন পথ নেই।

জেলা যুবলীগের সাঃ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মজিবুর রহমান বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাইনুদ্দিন মঈন, আওয়ামীলীগ নেতা তানজীল আহমেদ, জেলা যুবলীগের সভাপতি এড. মাহবুবুল আলম খোকন, কাউন্সিলর সাদেকুর রহমান শরীফ, আবদুল খালেক বাবুল, এড. লোকমান হোসেন, ফরিদ উদ্দিন দুলাল, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির এড. এনামুল হক কাজল, কাছন মিয়া, সালাউদ্দিন সরকার, রাকিব আহমেদ সোহেল, আমজাদ হোসেন রনি, আল আমিন, জিএস মামুন, জসিম উদ্দিন বেপারী, সাইদুজ্জামান আরিফ, মাসুম বিল্লাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।






Shares