Main Menu

চলন্ত ট্রেন থেকে ফেলে যাত্রী হত্যা,মোবাইল ট্র্যোকিং-এ ডাকাত গ্রেফতার

+100%-

 

 

মনিরুজ্জামান পলাশ  : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে ডাকাতি শেষে ৪ যাত্রীকে হত্যার ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার গভীর রাতে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে নোয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত যুবক ঘটনায় সরাসরি জড়িত। তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবক জানিয়েছে ঘটনার সঙ্গে যে কয়জন জড়িত তাদের পাঁচজনকে সে চিনে। এছাড়া আরো চার-পাঁচজন ট্রেন ডাকাতিতে অংশ নেয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি ও মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান,  জড়িতদের মধ্যে যাকে ধরেছি সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পাঁচদিনের রিমান্ড আবেদন করে আগামীকাল সোমবার তাকে আদালতে পাঠানো হবে। এখন পর্যন্ত এ মামলায় মোট সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
উলেখ্য, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার ডাকাতি শেষে পাঁচ যাত্রীকে তিতাস কমিউটার ট্রেন থেকে ফেলে দিলে চারজন মারা যান। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় নিহতদের পক্ষ থেকে মামলা করা হয়। পুলিশের একাধিক টিম এ নিয়ে কাজ করছে।






Shares