ডেস্ক টোয়েন্টি ফোর : জ্ঞানের আলো ছড়াতে এক বছর পর আবার আসছেন বাণী (বিদ্যা) দেবী সরস্বতী। প্রতিমা স্থাপনের মাধ্যমে শুক্রবার মাঝরাতে পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। পূজা অর্চনা হবে আজ সকালে আর সন্ধ্যায় হবে আরতি। সনাতন ধর্মাবম্বলীদের অন্যতম প্রধান উত্সব বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনা। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এ পূজা পালিত হয়। সনাতনী প্রতিটি পরিবার গুরুত্বের সঙ্গে সরস্বতী পূজা উদযাপন করে থাকে। তার মধ্যে ছাত্র-ছাত্রীরাই পূজায় মনোযোগী হয়। ঘরে অথবা সার্বজনীন পূজামণ্ডপে সরস্বতী দেবীর পূজা দিয়ে থাকে তারা। শিক্ষার্থীরা শিক্ষায় সফলকাম হওয়ার আশায় অঞ্জলি দেন প্রতিমার সামনে। এ সময় শিক্ষার্থীরা খাতা-কলম নিয়ে রাখেন প্রতিমার পদতলে। পূজা শেষে সেসব নিয়ে ফেরেন আনন্দচিত্তে। পূজা শেষে ছোট ছোট ছেলে-মেয়েদের হাতেখড়ি অনুষ্ঠান হয়ে থাকে পূজামণ্ডপেই। পুরোহিতের কাছে কলাপাতায় লিখে শিশুরা লেখাপড়া পর্ব শুরু করে। আজ পূজার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় বাণী অর্চনা (পূজা শুরু),সকাল ৯টায় পুষ্পাঞ্জলি,সকাল ১১টায় প্রসাদ বিতরণ ও সন্ধ্যা সাড়ে ৬টায় আরতি। আজ শনিবার এ পূজা উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। |