শহরের যানজট নিরসনের কাজীপাড়া ব্রীজ ও রাস্তা সম্প্রসারনে সহযোগিতার আহবান
মনিরুজ্জামান পলাশ : শহরের যানজট নিরসনে কাজীপাড়ায় টাউন খালের উপর ব্রীজ পূনঃ নির্মাণ এবং ব্রীজের উভয় পার্শ্বের রাস্তা সম্প্রসারণে মৌলভী পাড়া ও কাজীপাড়া বাসীর সঙ্গে মোকতাদির চৌধুরী এমপি, পৌর মেয়র হেলাল উদ্দিনসহ পৌর পরিষদের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার পৌর ভবনের মাহবুবুল হুদা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মোকতাদির চৌধুরী এমপি শহরের ভয়াবহ যানজটের কারণে যানবাহন ও পথচারীদের দূর্ভোগের কথা উল্লেখ করে বলেন, মেয়র হেলাল উদ্দিন উদ্যোগ নিয়েছেন, এ ব্রীজ ও রাস্তাটি সম্প্রসারনের জন্য। তিনি বলেন, বহু চেষ্টা তদবীর করে ব্রীজ ও রাস্তা সম্প্রসারণ অর্থের সংস্থান হয়েছে। এখন এলাকার লোকজন যদি বৃহত্তর চিন্তা করে সহযোগিতা করেন তবে, রাস্তা সম্প্রসারণ হবে। এবং শহরের উপর যানবাহনের চাপ কমে যাবে। স্বাচ্ছন্দে যানবাহন ও পথচারীরা চলাচল করতে পারবে। মেয়র হেলাল উদ্দিন বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী পৌরসভার দায়িত্ব গ্রহণের পর থেকেই চেষ্টা করছি এ ব্রীজ ও রাস্তা সম্প্রসারণের জন্য যাতে করে মানুষের কষ্ট দূর হয় একাজে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। সভায় আগামী ১৬ ফেব্রুয়ারী শনিবার মোকতাদির চৌধুরী এমপি পৌর মেয়রসহ এলাকাবাসীকে নিয়ে রাস্তাটি পরিদর্শন করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জেলাক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মুজিবুর রহমান বাবুল, শেখ কুতুব হোসেন, শাহ আলম, মুসলিম মিয়া, পৌর কাউন্সিলর শাহ আলম খন্দকার, সাদেকুর রহমান শরীফ, আবুল বাশার, আলী আহসান কাউসার, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার পৌর সচিব ইসহাক ভূইয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকার প্রকৌশলী কাউসার আহম্মেদ, এডঃ লোকমান হোসেন, সৈয়দ মোঃ আসলাম, শাহীন এমদাদ মিয়া, শামসুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। |