Main Menu

ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী নিহতসহ দুইজন আহত

+100%-

মনিরুজ্জামান পলাশ :  ব্রাহ্মণবাড়িয়ায় দুস্কৃতিকারীদের ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী রমজান মিয়া (২৫) নিহতসহ অপর দুইজন আহত হয়েছে। নিহত রমজান শহরতলীর বিরাসার গ্রামের সাবের বাড়ির ফিসু মিয়ার পুত্র। এছাড়া আহত অপর দু’জন হলেন নিহতের বড়ভাই আবদুর রহমান (৩২) ও জুনায়েদ।
জানা যায়, বুধবার রাতে জরুরী প্রয়োজনে বিরাসার গ্রামের ফিসু মিয়ার দুই পুত্রসহ তিনজন শহর সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের কাশিনগর গ্রামে যায়। এসময় পূর্বে থেকে উৎপেতে থাকা একদল দুস্কৃতিকারী ফল ব্যবসায়ী রমজান মিয়া, তার বড়ভাই আব্দুর রহমানসহ তিনজনকে এলোপাথারি ছুরিকাঘাতে আহত করে। এসময় হামলাকারীরা ছুরিকাহতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসেট লুটে নেয়। গুরুতর আহত অবস্থায় রমজানকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গভীররাতে অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় প্রেরন করা হয়। ভোররাতে ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। রমজাননের মৃত্যুর খবর চাউর জলে বিরাসার গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলে রাখতে শহরের কুমারশীল মোড়সহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়। নিহতের পরিবারসহ বিরাসার গ্রামবাসীর অভিযোগ, শহরের কান্দিপাড়ার মাইমল সন্ত্রাসীরা এই হত্যাকান্ড ঘটিয়েছে। এর আগেও বিরাসার গ্রামের ফল ব্যবসায়ী সুমন মিয়াকে কান্দিপাড়ার মাইমল হাটির দুস্কৃতিকারীরা কুপিয়ে আহকের পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। তবে তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’






Shares