Main Menu

জেলার খেলাধুলার স্থবিরতাকে দূর করে যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে চাই..মাহবুবুল বারী মন্টু

+100%-

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এ্যাডটাচ্ গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিতব্য ২য় বিভাগ ক্রিকেটলীগ টি-২০ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা বুধবার স্থানীয় প্রেসক্লাবে মিট দ্যা প্রেসের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার খেলাধুলা স্থবির ছিল আমরা জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব গ্রহণের পর এ স্থবিরতাকে দূর করে ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনে যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষার চেষ্টা করছি। তিনি সংবাদ সম্মেলনে গত ২ মাসে জেলা ক্রীড়া সংস্থার কয়েকটি সাফল্যের উদাহরণ টেনে বলেন, অনুর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ব্রাহ্মনবাড়িয়া জেলা ১১টি জেলার মধ্যে রানার হওয়ার গৌরব অর্জন করে এবং ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট সুফলভাবে সম্পন্ন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কিছু উদীয়মান খেলোয়াড় ঢাকায় ১ম, ২য় ও তৃতীয় বিভাগে খেলছে। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর আমরা ঘোষণা দিয়েছিলাম, আমরা ২য় বিভাগ ক্রিকেটলীগ চালু করব। তারই প্রতিশ্রুতি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এ্যাডটাচ্ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম নেওয়াজ সোহাগের একান্ত প্রচেষ্টায় এ্যাডটাচ্ গ্রুপের স্পন্সরে আমরা ২য় বিভাগ ক্রিকেটলীগ টি-২০ শুরু করতে যাচ্ছি। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এস.এম নেওয়াজ সোহাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ২য় বিভাগ ক্রিকেট লীগ বিপিএল এর আদলে রঙিন পোষাক এবং সাদা বলে শুরু হচ্ছে। তিনি ক্রিকেট লীগের সাফল্য এবং খেলাধুলায় যুব সমাজকে আগ্রহী করে তাদেরকে অবক্ষয় থেকে রক্ষায় প্রিন্ট ও ই-মিডিয়ার সহযোগিতা কামনা করেন। প্রেসকাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির পরিচালনায় উক্ত মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল কাসেম, কোষাধ্যক্ষ সাফায়েত আলম সরকার, সদস্য সিরাজুল ইসলাম ফেরদৌস, মিজানুর রহমান, মোস্তাক আহমদ, আল মামুন, মাহবুবুর রহমান বুলেট, আবু কাউসার, নাসির উল্লাহ টোটন প্রমুখ। শেষে এ্যাডটাচ্ কাপ ২য় বিভাগ টি-২০ ক্রিকেট লীগের লোগো উন্মোচন করা হয়।

উক্ত ক্রিকেট লীগ আগামীকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোতকাদির চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ন সচিব জাকির আহমেদ।






Shares