Main Menu

শহরের জলাবদ্ধতা নিরসনে আসুন সবাই ড্রেনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ রাখি..মেয়র হেলাল উদ্দিন

+100%-
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন শহরের ড্রেনেজ ব্যবস্থা সফল রাখতে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ রাখার আহবান জানিয়েছেন। তিনি বলেন, শহরের প্রতিটি মহল্লায় বাড়ি ঘরের ময়লা আবর্জনা, পলিব্যাগ, ডাবের খোসা, ক্যান, পরিত্যক্ত বোতলজাত দ্রব্য, বস্তা পরিত্যক্ত  কাপড় ইত্যাদি অপসারণের জন্য ভ্যান গাড়ি সরবরাহ করা হয়েছে। যে সব মহল্লায় ভ্যান গাড়ি নেই সেইসব মহল্লায় কমিটির মাধ্যমে আবেদন করা হলে অবশ্যই ভ্যানগাড়ি সরবরাহ করা হবে। কিন্তু আমরা যেন কেউ এসব পরিত্যক্ত জিনিস ড্রেনে ফেলে ড্রেনগুলোকে বন্ধ করে না ফেলি। তিনি বুধবার শহরের কালাইশ্রীপাড়া রাস্তার সংস্কার কাজ উদ্বোধকালে একথা বলেন। মেয়র বলেন, নির্মাণ কাজের গুণগতমান যেন বজায় থেকে সেদিকে এলাকাবাসীকে নজর রাখতে হবে। এসময় শিক্ষক পঙ্কজ রায়, ডাঃ শ্যামল দাস গুপ্ত, ডাঃ  জয়চন্দ্র দেবনাথ, আওয়ামীলীগনেতা মোঃ মহসিন পৌর কাউন্সিলর আহসানউল্লাহ হাসান, সহকারী প্রকৌশলী কাউসার আহম্মেদ, চেম্বার পরিচালক বাবুল মিয়া, শিহাব উদ্দিন বিপু   মোশারফ হোসেন বেলাল, রমজান মিয়া, স্বপন রায়, অধীর চন্দ্র দত্ত, নজরুল ইসলাম খান, পঙ্কজ রায় এবং উপাসহকারী প্রকৌশলী সুমন দত্তসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।





Shares