Main Menu

জনতার মঞ্চের আন্দোলন অব্যাহত ॥ গণজাগরণের বিজয় সুনিশ্চিত..সমাবেশে বক্তারা

+100%-

মনিরুজ্জামান পলাশ : ৭১ এর খুনী মানবতার শত্রু যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে পূরাতন কাচারী প্রাঙ্গনে সঙ্গীত জনতার মঞ্চের আন্দোলন অব্যাহত হয়েছে। বক্তৃতা, আবৃত্তি, গণসঙ্গীত আর মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে চলছে এ আন্দোলন, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত বুধবারের সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে যে গণজাগরন শুরু হয়েছে এর বিজয় সু নিশ্চিত। নেতৃবৃন্দ বলেন, গণজাগরনের কারণে আজকে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত- শিবির ও তাদের দোসররা নাগন কায়দার মানুষের মনে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে কিন্তু তা সফল হবে না। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডঃ হুমায়ূন কবীর, বক্তব্য রাখেন, প্রফেসর মুখলেছুর রহমান, এডঃ আব্দুস সামাদ, আলী আকবর মজমুদার, এডঃ কাজী মাসুদ আহমেদ, এডঃ আক্তার হোসেন সাঈদ, সাজিদুল ইসলাম, কবি জয়দুল হোসেন, কবি আব্দুল মান্নান সরকার, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মজিবুর রহমান বাবুল, নন্দিতা গুহ, মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া,  মুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন, সৈয়দ নজরুল ইসলাম, এডঃ তানভীর ভূইয়া, নায়ার কবির,  হাবিবুল্লাহ বাহার, মুসলিম মিয়া, মুক্তিযোদ্ধা গাজী মোঃ রতন মিয়া, অধ্যাপক শিবলী, গোলাম মুহিউদ্দিন খোকন, এডঃ মাহবুবুল আলম খোকন, শাহনুর ইসলাম, রেহেনা বেগম রানী, এডঃ কাউসার আহমেদ, এম এ মালেক, এডঃ তাসলিমা সুলতানা নিশাত, শাহানা খায়ের, নাসিমা, জহিরুল ইসলাম স্বপন, ডাঃ নিতিশ রঞ্জন রায়, এনামুল হক কাজল, কমরেড নজরুল ইসলাম, শামসুল হক মিল্লাত, আলী আজম, শাহ আলম সরকার, শাহআলম, ফরিদ উদ্দিন দুলাল, সালাউদ্দিন সরকার, ফরহাদুল ইসলাম পারভেজ, জাহাঙ্গীর হোসেন, এইচ আর পারভেজ, সাইদুজ্জামান আরিফ, পাভেল, ছাত্রনেতা আরিফুল ইসলাম বাপ্পী, তানভীর প্রমুখ।
সমাবেশে আবৃত্তি পরিবেশন করেন হাবিবুর রহমান পারভেজ, গণসঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক  হাবিবুর রহমান পারভেজ, মনিরুল ইসলাম শ্রাবন।






Shares