Main Menu

বিকাল ৪টায় ৩ মিনিট থমকে দাঁড়িয়েছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া

+100%-
সুমন নূর : মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার  তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে গোটা ব্রাহমণবাড়িয়াবাসীও।শাহবাগ প্রজন্ম চত্তরের আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে ব্রাহমনবাড়িয়ার সর্বস্তরের মানুষ বিকেল চারটা তিন মিনিট পর্যন্ত যে যার অবস্থান থেকে দাঁড়িয়ে নীরবতা পালন করেছে।এ সময় পৌর শহরের কাউতলী মোড় থেকে শুরু করে রেলগেইট. কালীবাড়ী মোড়, টি.এ.রোড( তোফায়েল আজম রোড), পৌর আধুনিক সুপার মার্কেট  সহ বিভিন্ন জায়গাতে সর্বস্থরের মানুষকে দাঁড়িয়ে এবং অন্যান্য ব্যক্তিরাও যার যার কর্মস্থলে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের  ফাঁসির দাবি জানিয়েছেন। গতকাল সোমবার শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে ব্লগার     ইমরান এইচ সরকারের এ কর্মসূচী পালনের সেই আহবানে সারা দেশের সাথে সাড়া দিয়েছেন ব্রাহমণবাড়িয়ারও ছোট বড়, তরুন-বৃদ্ধ সব বয়সের, সব শ্রেণী-পেশার মানুষ।তাদের ও একটাই দাবী। যুদ্ধাপরাধীদের ফাঁসি। সারা বাংলার সাথে তাদের কন্ঠেও ধ্বনিত হচ্ছে একটাই স্লোগান। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, একত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার।‏‏





Shares