পৌর কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
শামীম-উন বাছির,ছবি ঃ সুমন নূর ॥ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছ। সকালে বিভাগের সেমিনার কে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আব্দুর রহিম। বিভাগীয় প্রধান সামিউল হকের সভাপতিত্বে ও ছাত্র সুজন হাজারীর উপস্থাপনায় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আনোয়ার করিম, সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান খোরশেদা চৌধুরী, ইংরেজির প্রভাষক মাসুম মিয়া, রাবেয়া জাহান, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোঃ মনির হোসেন, ছাত্র সাকিল ও উম্মে খানম কাঞ্চি। উৎসবে খান্দেস, নকসী, সাজ, ভাপা, ম্যাড়া, ফুল, পুলি, পাটিসাপটা ও সন্দেস পিঠাসহ হরেক রকমের পিঠা প্রদর্শনী ও বিতরন করা হয়। |
« কুইকরেন্টাল আর পদ্মাসেতুর দূর্নীতির জন্য দেশকে সারা বিশ্বে মাথা নিচু করে চলতে হচ্ছে.. ইঞ্জিঃ শ্যামল (পূর্বের সংবাদ)