Main Menu

তৃতীয় দিনেও হরতাল পালিত হছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে

+100%-

সূমন নূর ।।টানা তৃতীয় দিনেও হরতাল পালিত হছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে। বি এন পি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় সমবেত হয়ে হরতালের পক্ষে মিছিল পিকেটিং করেছে। গত দুই দিন আওয়ামীলীগ মাঠে না থাকলেও আজ ছাত্রলিগের দুই গ্রুপ পৃথক পৃথক মিছিল করেছে, এর মধ্যে একটি মিছিল ছিল সাবেক মেয়র প্রার্থী মাহমুদুল হক ভুইয়ার নেতৃত্ব এ মিছিলের অগ্রভাগে দেখা গেছে অনেক দিন ধরে নিষ্ক্রিয় থাকা ছাত্রলিগের সাবেক নেতারা এ মিছিলে উল্লেখ যোগ্য পরিমাণে নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। হরতাল বিরোধী স্লোগান দিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। ছাত্রলিগের অপর গ্রপ নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রলিগের আহবায়ক জাহাঙ্গির আলম। এ মিছিলটি ছিল অনেকটা আক্রমণাত্মক ওরা হরতাল বিরোধী স্লোগান দিয়ে শহর প্রদিক্ষন করেছেন।

জেলা বি এন পির একটি বড় মিছিল হাফিজুর রহমান মোল্লা কচির নেত্রিত্ব অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সরক পরিদর্শন করে। এ মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা বি এন পি, যুবদল ও ছাত্রদল নিরুত্তাপ হরতাল পালন করলেও আজ উরা মিছিল বের করে নিজ নিজ দলের পক্ষে স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে। এক পরযায়ে উভয় দলের মিছিল মুখমুখি অবস্থান নেয়। কিন্তু নেতাদের আন্তরিকতায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার উপর মিছিলে পুলিশের কঠুর নিরাপত্তা ছিল। তাই কোন অপ্রীতিকর ঘটনা জানা যায়নি। দুই দলের মিছিল দেখে শহরবাসী আজ আতঙ্কিত এবং গত কালের তোলনায় আজ যানবাহন চলাচল ও দুকান পাঠ খুলা ছিল অনেক কম






Shares