Main Menu

ভাঙ্গচুর ,লুটপাট করে উদ্দেশ্য সফল করা যাবে না .. মোক্তাদির চৌধূরী

+100%-

মনিরুজ্জামান পলাশ.. ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ ও পানি সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন, ভাঙ্গচুর ,লুটপাট করে উদ্দেশ্য সফল করা যাবে না বরং তাতে ক্ষতিই হবে বেশি। শুক্রবার সন্ধ্যায় সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিন ব্যাপি বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। ইলিয়াস আলীর ঘটনা দুঃখ জনক কিন্তু তার বিপরীতে গতকাল শহরে যে ভাঙ্গচুর ও লুটপাটর ঘটনা ঘটেছে তা নিন্দনীয় । এ ধরণের মেলার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে যে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা খুবই কষ্টসাধ্য। একটি অপশক্তি সব সময়ই এতে বাধা দেয়।
এডঃ আবু তাহেরের সভাপতিত্বে সমপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র হেলাল উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান (বীর প্রতীক), সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোখলেছুর রহমান খান।
প্রসঙ্গতঃ ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি প্রতিবছরই ৭ দিন ব্যাপি বৈশাখী মেলার আয়োজন করে। এবার ছিল মেলার ২৬ তম আসর।






Shares