Main Menu

এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত সরকারী আইন কর্মকর্তা নিযুক্ত

+100%-

সরকারী আইন কর্মকর্তা (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের এক স্মারকে(স্মারক নং- সলিসিটর/জিপি-পিপি(ব্রাহ্মণবাড়িয়া)২০/২০০৯-৭১) গত ৮ ই এপ্রিল তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।গতকাল মঙ্গলবার এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত যুগ্ম জেলা জজ ১ ম  আদালতে এপিপি হিসেবে যোগদান করেন। আইন পেশায় নিয়োজিত ছাড়াও এডভোকেট নিশাত রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ১৯৮৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন এবং ঐ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্রলীগের মহিলা সম্পাদিকা নির্বাচিত হন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের মহিলা সম্পাদিকা নির্বাচিত হয়ে ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা নির্বাচিত হন। তিনি দীর্ঘ এই সময়ে নানা আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেন।
তাসলিমা সুলতানা খানম নিশাত কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় পরিষদ সদস্য, কন্যা শিশু এডভোকেসী ফোরাম,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের উপদেষ্টাএবং বিকশিত নারী নেটওয়ার্ক, ব্রাহ্মণবাড়িয়ার সভানেত্রী। তিনি সুইড-বাংলাদেশ ,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক।এর আগে সুইড পরিচালিত আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল এর প্রতিষ্ঠাকাল থেকে ১৫ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।এডভোকেট নিশাত ব্রাহ্মণবাড়িয়ার মহিলাদের ক্রীড়া উন্নয়নেও ভূমিকা রাখেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদিকা হিসেবে ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন । এসময় ক্রীড়া দলের টীম লিডার হিসেবে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া দলের ব্যাপক সফলতা বয়ে আনতে সক্ষম হন। রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ছাড়াও   ২০০৭ সালে তিনি নারী সাংবাদিকতায় “সালমা সোবহান ফেলোশীপ (ই-মিডিয়া) অর্জন করেন।এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার পাঠক প্রিয় সাপ্তাহিক গতিপথ এর নির্বাহী সম্পাদক।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক হিসেবে ২০০৩ সালে ভারত এবং ২০০৫ সালে অষ্ট্রেলিয়া সফর করেন এডভোকেট নিশাত। 






Shares