Main Menu

৮ ফেব্রুয়ারী :: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-র‌্যাবের অভিযান, তল্লাশী, গ্রেফতার ৫৪

+100%-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন প্রকার অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। সড়ক-মহাসড়কে চলছে তল্লাশী।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্য ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোডে চেক পোষ্ট বসিয়ে যানবাহনের তল্লাশী করেছে। নিরাপত্তার অংশ হিসেবে সড়ক-মহাসড়কে তাদের টহল বৃদ্ধি করেছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপির ৫৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,

কসবা উপজেলা :: কসবা উপজেলার খাড়েরা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মিজানুর রহমান ভুইয়া (৫৬), একই গ্রামের পিতা-মৃত আফিল উদ্দিনের ছেলে আবু হানিফ (৫২), হাতুড়াবাড়ি গ্রামের আঃ রউফের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৬), একই গ্রামের মৃত আবু হানিফের ছেলে রায়হান মিয়া (২১), হারুন মিয়ার ছেলে রমজান মিয়া (২২), আব্দুল কাদিরের ছেলে সোহাগ মিয়া (২৫), যতেরা বাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে শফিক মিয়া (৫০)। তারা সকলেই বিএনপি কর্মী।
শিকারপুর গ্রামের কামাল মিয়ার ছেলে তৈয়ব আলী(২৯), দোপাখলা গ্রামের কালা মিয়ার ছেলে ইউসুফ মিয়া, গঙ্গানগর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে বাবুল মিয়া (৩২), কসবা পৌরসভার মীরতলা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ আবুল কালাম(৪৫) , কেয়াইর গ্রামের আঃ রশিদের ছেলে আবু হানিফ(৩৫), তারা সকলেই যুবদলের সদস্য।

এ ছাড়াও গ্রেফতার হয়েছেন, কসবা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক চারগাছ গ্রামের ঝারু মিয়ার ছেলে মোঃ বাবুল গাজী(৩৮), খাড়েরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আবু ছিদ্দিকের ছেলে মোঃ মিজানুর রহমান(৪৫), শ্রমিক দলের সদস্য চকচন্দ্রপুর গ্রামের মৃত আবতাব উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম(৪০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর :: সাদেকপুর ইউপি বিএনপির সভাপতি বিরামপুর গ্রামের মৃত হাজী আব্দুল আজিজের ছেলে মোঃ হারুনুর রশিদ (৪১), ব্রাহ্মণবাড়িয়া যুবদলের সেক্রেটারী ভাদুঘর গ্রামের আব্দুর রউফের ছেলে বুলবুল আহম্মদ মুছা, ছাত্রদলের কলেজ শাখার যুগ্ন সাধারণ সম্পাদক কান্দিপাড়া পাওয়ার হাউজ রোড়ের মৃত আঃ রউফের ছেলে শাহাদাৎ হোসেন (২৫), শহরতলীর নয়নপুরের মৃত আতাউর রহমান খানের ছেলে বিএনপি কর্মী সমীর খান (৪৫)।

সরাইল :: বিএনপির কর্মী মোঃ আক্কাস (৩৮), পিতা- মৃত তাজুল ইসলাম, সাং- অরুয়াইল, বিএনপির কর্মী বাদল (৩০),পিতা-মারাজ মিয়া, সাং-রানীদিয়া, বিএনপির কর্মী মাজ্হারুল হক (৪০),পিতা- সুরুজ মিয়া, সাং- রানীদিয়া, বিএনপির কর্মী মোঃ কামাল হোসেন (৪০), পিতা-ইউনুছ মিয়া, সাং- রাজাপুর, বিএনপির কর্মী শুক্কুর আলী (৩৫), পিতা- মৃত আবুল বাদশা, সাং- কালিকচ্ছ, মোঃ কাউছার মিয়া, পিতা- মোঃ তাজুল ইসলাম, সাং- রানীদিয়া, বিএনপির কর্মী শরিফ (২৫),পিতা- বিল্লাল মিয়া সাং- সৈয়দটুলা, বিএনপির কর্মী কামরুল ইসলাম (২৮).পিতা- মৃত আবু তাহের সাং- নোয়াগাঁও।

আশুগঞ্জ :: বিএনপির কর্মী মোঃ আল আমিন (৩৫), পিং-মোরশেদ প্রধান,সাং-রাধানগর উজানচর করীম,সাং-উত্তর কুহুস ,থানা-ছাগল নাইয়া,জেলা-ফেনী যুবদল। আহসান হাবীব (৩৮),পিং-মৃত মাহবুব করীম,সাং-উত্তর কুহুস ,থানা-ছাগল নাইয়া,জেলা-ফেনীদের রায়হান সিকদার (৩৫),পিং-ফজলু সিকদার,সাং-সোনারামপুর,থানা-আশুগঞ্জ,জেলা-ব্রাহ্মণবাড়িয়া । বিএনপির কর্মী ইমাম হোসেন (২৭),পিং-আলী হোসেন,সাং-লামা বায়েক, বিএনপি কর্মী তফসির (৩০),পিং-মৃত ছিদ্দিকুর রহমান,সাং-তালশহর, বিএনপির কর্মী শেখ জামাল মিয়া (৩২),পিং-মৃত শেখ ইসমাইল,সাং-তালশহর, বিএনপির কর্মী শাহাদত হোসসেন (৩৫),পিং-মৃত শেখ জুলমত, সাং-তালশহর, বিএনপির কর্মী রিপন মোল্লা (২৫),পিং-মৃত আঃ মালেক মোল্লা,সাং-চরচারতলা, বিএনপির কর্মী ফেরদৌস মিয়া (৩০),পিং-মৃত নন্দু মিয়া,সাং-চরচারতলা।

নবীনগর :: বিএনপির কর্মী হোসেন আহাম্মেদ (৬০), পিতা-মৃত রেছত আলী, সাং-ওয়ারুক, বিএনপির কর্মীলাল উদ্দিন (৪৩), পিতা-মৃত নুরু মিয়া সাং-কাদৈর, বিএনপির কর্মী শুক্কু মিয়া (৩০) , পিতা-মৃত জাহের মিয়া
সাং-কাজিমাবাদ (শালকান্দি)।

আখাউড়া :: বিএনপির কর্মী মোঃ দুলাল মিয়া (৪৩), পিতা-হেলু মিয়া সাং- খলাপাড়া, বিএনপির কর্মী মাহবুব খন্দকার ,পিতা-শাহজাহান খন্দকার সাং-খলাপাড়া, বিএনপির কর্মী মোঃ ইয়ার খাঁন (),পিতা-মৃত আফজাল খাঁন সাং-নুরপুর,
বিএনপির কর্মী মফিজুল ইসলাম সরকার (সাবেক মেম্বার),পিতা-মৃত দারু মিয়া সরকার,সাং-নুরপুর, বিল্লাল ভূইয়া (৩৪),পিতা-আবু খায়ের ভূইয়া,সাং-রাধানগর।

নাসিরনগর :: মোঃ ইউনুছ মিয়া(৩৮),পিতা-মৃত আবু মিয়া, সাং-ভূবন, মোঃ সামসু মিয়া(৪০),পিতা-মৃত ইসরাইল মিয়া, সাং-আতুকুড়া, মোঃ লিটন মিয়া(৩৮),পিতা-মৃত আঃ মোতালেব, সাং-আতুকুড়া।

বিজয়নগর :: উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও বুধন্তী ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ খাবিরুর রহমান মনির (৩৬), পিতা-মৃত ক্বারী ফজলুর রহমান, সাং-কেনা বুধন্তী , বিএনপির কর্মী আমশু মিয়া (৩৪), পিতা-মৃত নান্নু মিয়া
সাং-বীরপাশা থানা,

বাঞ্ছারামপুর :: যুবদল কর্মী কাজী শফিকুল রহমান (৪৬), পিতা-মৃত কাজী বজলুল রহমান, সাং- হাছান নগর, বিএনপির কর্মী সাইন উদ্দিন (৩৫),পিং-মৃত আঃ মোতালেব,সাং-ধুলারামপুর। ছাত্রদলকর্মী আলমগীর হোসেন (২৪), পিতা-লতু মিয়া, সাং-দশানী পূর্বপাড়া (লাল মিয়া বেপারী বাড়ী), যুবদল ক্যাডার মো: মোমেন (৩১), পিতা- মৃত মুকবুল হোসেন গ্রাম- ফরদাবাদ (মধ্যপাড়া মালেক বাড়ী), স্বেচছাসেবকদল কর্মী মো: সাইদুল ইসলাম প্র: নিপু (৩৫), পিতা-মৃত কেরামত আলী, সাং-জগন্নাথপুর।






Shares