Main Menu

সরকার প্রাথমিক পর্যায়ে খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরী করতে কাজ করে যাচ্ছে: মেয়র নায়ার কবির

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবীর বলেছেন, আওয়ামীলীগ সরকার প্রাথমিক পর্যায়ে খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়ার তৈরী করতে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক স্বনাম কুড়িয়েছেন।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর)  বিকেলে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সুহেল রানা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মাহবুব হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবু হুরায়রা।

খেলায় পৌর এলাকার মাদ্রাসা সরকারী প্রাথমিক বিদ্যালয় সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে। এর আগে চিনাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল কে আমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও  বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ ক্রীড়ামোধী দর্শকরা উপস্থিত ছিলেন।

 






Shares