Main Menu

শালগাঁওে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ

+100%-
আমিন ব্যাপারী::ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে শালগাঁও কালিসীমা মুক্তিযোদ্ধা সংসদ অফিসের পাশে জেলা পরিষদের অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ছবি সম্প্রতি নির্মাণ করা হয়েছে।
ম্যুরালের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য মোঃ বাবুল মিয়া আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোবারুল হক ফরিদ।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সদস্য শাহ আলম সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, নাটাই দক্ষিণ ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ রতন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, মানুষরতন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক তৌহিদসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথি মোঃ বাবুল মিয়া বলে, শালগাঁও কালিসীমা বাসী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মুক্তিযোদ্ধাদের স্বরণে মুক্তিযোদ্ধা ফলক নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু আদর্শকে লালন করার জন্য গ্রামবাসীর জন্য বঙ্গবন্ধুর ‘ম্যুরাল’ নির্মাণ করা হয়। এতে শালগাঁও কালিসীমা বাসীসহ নাটাই দক্ষিণ ইউনিয়নের সকল স্কুল ও কলেজের শিক্ষার্থীগন জাতির পিতার স্বরণে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।





Shares