Main Menu

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা 

+100%-

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, আ ফ ম কাউসার এমরান, সাবেক সহ সভাপতি শেখ শহীদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, সংস্কৃতি তথ্য প্রযুক্তি সম্পাদক মুজিবর রহমান খান, সমকালের স্টাফ রিপোর্টার আব্দুন নূর, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, আজকালের খবরের জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী।সভা সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছে। মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে।  নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এজন্য সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সহ সভাপতি সৈয়দ মো. আকরাম, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, যমুনা টেলিভিশনের জেলা শফিকুল ইসলাম, একাত্তুর টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল, খবরের জেলা প্রতিনিধি মাফুকুর রহমান জ্যাকি, আরটিভির প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, আমাদের নতুন সময়-এর জেলা প্রতিনিধি আবুল হাসনাত মোঃ রাফি, বাংলানিউজের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি আয়েশা আক্তার লিজা, ডেইলি সানের জেলা প্রতিনিধি নিয়ামুল ইসলাম আকঞ্জি,






Shares