Main Menu

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তারা

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত হওয়ার আহবান

+100%-

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল রোববার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও অন্যান্য পেশাজীবি সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক, প্রশিক্ষণ কেন্দ্র ইনচার্জ এডঃ হামিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এডঃ মিন্টু ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা এডঃ আখতার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ্, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজীব, আফছারুল নবী মোবারক, সামছুদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আনোয়ার হোসেন সোহেল।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত হওয়ার আহবান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দেশের সর্বস্তরের মানুষকে জানাতে হবে। যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চাই তাদেরকে প্রতিহত করতে হবে।






Shares