Main Menu

পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে

ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করলেন পৌর মেয়র নায়ার কবির

+100%-

আসন্ন পবিত্র ঈদ-উল- আযহা- ২০২০ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ৪ হাজার ৬ শ ২১ জন দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। গতকাল শনিবার সকাল ১০টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, পৌর কাউন্সিলর আলহাজ্ব মোঃ মুরাদ খান, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী সুমন দত্ত, ইদ্রিস মিয়া অপু, উপজেলা সমবায় অফিসার মোঃ আবদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা খাতুন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সচিব মোঃ সামছুদ্দিন।

উদ্বোধন কালে পৌর মেয়র নায়ার কবির বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে কেউ অনাহারে থাকবে না। এ চিন্তা করেই গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে সরকার চাল বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনার ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে।






Shares