Main Menu

ভারতে নিরীহ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

+100%-

ভারতবর্ষে নিরীহ মুসলমানদের উপর অমানবিক নির্যাতন নিপীড়ন এর প্রতিবাদে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সম্মিলিত কওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া।

প্রেসক্লাবের সামনে আয়োজিত সংগঠনের মুখপাত্র মাওলানা মোঃ এরশাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মাও. আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক মুফতি মোহাম্মদ নিয়ামুল ইসলাম, সিনিয়র সদস্য মুফতি মুহসীনুল হাসন, মুফতি তোফায়েল আহমেদ নোমান, মাও. হাবিবুর রহমান, হাফেজ মাও. নাইয়েমুল হক সাদেকী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলিম শাষিত ভারতেবর্ষে আজ একতরফা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরীহ মুসলমানদের উপর অমানবিক নির্যাতন নিপীড়ন করে মুসলমানদের উৎখাত করে সন্ত্রাসী রাম রাজত্ব কায়েমের নীল নকসা আকঁছে মোদী সরকার। বক্তাগন হুশিয়ারী উচ্চারন করে বলেন মোদি সরকার যে তথাকথিত মুসলিম নিধন আইন করেছে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে অন্যথায় মুসলমানদের হারানো গৌরব জিহাদের মাধ্যমে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আবার ভারতবর্ষ স্বাধীন করা হবে।






Shares