Main Menu

করোনা সংকট মেকাবেলায় সাংবাদিকদের ভূমিকা প্রসংশনীয়

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে “প্রথম নাছিরনগর” সংগঠনের উদ্যোগে ফেস মাস্ক প্রদান

+100%-

সেচ্ছাসেবী সেবা সংগঠন “প্রথম নাছিরনগর”-এর নেতৃবৃন্দ বলেছেন, করোনা সংকট মোকাবেলায় সাংবাদিকরা যে ভ’মিকা পালন করেছে তা প্রসংশনীয়। জীবনের ঝুঁকি থাকা সত্বেও মাঠে ময়দানে সাংবাদিকরা এখনও কাজ করছে। তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব, এ ক্লাবের সদস্যরা পেশাগাত দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা জাতীয় গণ মাধ্যমে মেধা দক্ষতা দিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করেছে। মানবিক সেবা কাজেও সাংবাদিকরা পিছিয়ে নেই।
গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে প্রথম ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের উদ্যোগে সাংবাদিকদের জন্য ফেস মাস্ক প্রদানকালে তারা এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহবায়ক খ.আ.ম রশিদুল ইসলামের কাছে প্রথম ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের উদ্যোক্তা শফিকুল ইসলাম, ডাঃ চৌধুরী সামসুল হক কিবরিয়া.এম আমিনুল ইসলাম মুনীর সহ একটি প্রতিনিধি দল ফেস মাস্ক হস্তান্তর করেন। এ সময়ে প্রেস ক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী, আহবায়ক কমিটির সদস্য মফিজুর রহমান লিমন, প্রেস ক্লাব সদস্য ইব্রাহিম খান সাদাত, মোশাররফ হোসেন বেলাল , শাহজাহান সাজু, সৈয়দ রিয়াজ আহমেদ অপু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য করোনা সংকটকালীন সময়ে সেবার লক্ষ নিয়ে নাছির নগরের ১০ জন সেবা সংগঠক উদ্যোক্তা হিসেবে প্রথম নাছিরনগর নামে সেবা সংগঠন গঠন করেন। বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একে একরামুজ্জামান এর পৃষ্ঠপোষকতায় সংগঠনটি বিভিন্ন সেবা কাজ করছে। এরমধ্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা, পরামর্শ, চিকিৎসা, ৬ জন চিকিৎসকের সমনবয়ে অনলাইনে চিকিৎসা সেবা, স্বাস্থবিধি পালনে প্রচারণা, এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে।






Shares