Main Menu

জেলায় করোনা রোগীর সংখ্যা ৫২৬

ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসকসহ করোনা আত্রান্ত ১৫ জন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ে তাঁদের করোনা পজেটিভ হওয়ার প্রতিবেদন পৌঁছায়।

এনিয়ে এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫২৬। এসব নমুনার ফল জেলার বেসরকারি প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ৫৯ জনের নমুনার ফল কার্যালয়ে পৌঁছায়। এর মধ্যে ১৫ জনের নমুনা পরীক্ষার ফল করোনা ‘পজিটিভ’ এসেছে।

আক্রান্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করা চিকিৎসকসহ সদর উপজেলার আটজন, নবীনগরের একজন, বিজয়নগরের একজন ও কসবা উপজেলার পাঁচজন রয়েছে। সদর উপজেলার আক্রান্তরা হলেন জেলা শহরের কাজীপাড়ার দুইজন, দক্ষিণ মৌড়াইলের একজন, ভাদুঘরের একজন, দাতিয়ারার একজন, কাউতলীর একজন ও পাইকপাড়ার বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক একজন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭ হাজার ৯১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার রাত পর্যন্ত ৫ হাজার ৯৫০ জনের নমুনার ফল পাওয়া গেছে। জেলায় করোনার সংক্রমণ বেড়ে দাঁড়াল ৫২৬। এখন পর্যন্ত মৃত রয়ে্ছেন ৬ জন। যার মধ্যে চলতি জুন মাসেই চারজন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৯ জন।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে করোনার পরীক্ষা করানো হচ্ছে। শনিবার সেখান থেকে ৫৯টি নমুনার ফলাফল কার্যালয়ে পাঠানো হয়। সেখানে একজন চিকিৎসকসহ ১৫ জনের করোনা পজেটিভ বলে শনাক্ত হয়।






Shares