Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে হাই-টেক পার্কের আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় হতে যাচ্ছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় হতে যাওয়া এই টেক সেন্টারটির নাম ” শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার”
প্রস্তাবিত হয়েছে। গত ১৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে ট্রেনিং সেন্টারটি স্থাপনের জন্য খাস জমি বরাদ্ধ দিতে চিঠি দিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও (সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি ডিও লেটার দিয়ে ” শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার” স্থাপনের জন্য অভিপ্রায় ব্যক্ত করেন। সেই ডিওলেটারের প্রেক্ষিতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়ায় আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় অতিসত্বর ৩-৫ একর খাস জমি বরাদ্ধ করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।






Shares