Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উৎসবমূখর শোভাযাত্রা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্য্যরে মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিনটি পালনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে শ্রী কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহনে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে শহেরর টেংকের পাড়, জেল রোড, কুমারশীল মোড়, খাল পাড়, টি.এ রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়সহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়াও দিনটি পালনে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। প্রসঙ্গত, সৃষ্টির কল্যানে দ্বাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় দেবকী ও বাসুদেবের ঘরে জন্মগ্রহন করেন।






Shares