Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকান্ড, বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকান্ডের কারনে জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় সাবস্টেশনের সিটিতে (কারেন্ট ট্রান্সফরমার) অগ্নিকান্ডের কারনে সাবস্টেশনের কন্টোল রুমের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে পৌরশহরের বিভিন্ন এলাকা ও বিজয়নগর, নবীনগর, আখাউড়া, কসবায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই বিদ্যুৎ বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।বর্তমানে মেরামতের কাজ চলছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত জেলা শহরের আংশিক স্থানে(ঘাটুরা সাব স্টেশনের অধীন জায়গা সমূহ) এবং আখাউড়ায় ও নবীনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। তবে পৌর এলাকার ভাদুঘর, গোকর্ণঘাট এবং নবীনগরের বড়াইলে বিদ্যুত নিরবিচ্ছিন্ন হতে ১০-১৫ ঘন্টা সময় লাগতে পারে।

জেলা বিদ্যুৎ বিতরণের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান জানান, অগ্নিকান্ডের কারনে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল। আমরা কাজ করে যাচ্ছি। অচীরে সমস্যা সমাধান হবে।






Shares