Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-সাংবাদিকসহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০, মোট ১৭২

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো পুলিশ সদস্য করোনা ভাইরাসে অক্রান্ত হয়েছেন। এছাড়া একজন সংবাদকর্মীও করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। দুপুর পর্যন্ত ৩৭ জনের আক্রান্তের খবর পাওয়া গেলেও বিকেল নাগাদ আরো ৩ জন আক্রান্তের খবর আসে। ফলে একদিনে জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ ৪০ জন আক্রান্ত হলো ব্রাহ্মণবাড়িয়া। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ১৭২ এ।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আক্রান্ত ওই চার পুলিশ সদস্য নাসিরনগর থানায় কর্মরত। এছাড়া কসবায় এক সাংবাদিক ও এর আগে করোনায় আক্রান্ত সাংবাদিকের মেয়েও আছেন।
জেলা সদরের পূর্ব পাইকপাড়া ৩ জন, মধ্যপাড়া ৩ জন, রহমানিয়া মেডিকেলের ২ জন, ভাদুঘর ১ জন, দ:মোড়াইল ১ জন, মেড্ডা বাসস্ট্যান্ড ১ জন, পশ্চিম মেড্ডা ১ জন, মসজিদ রোড ১ জন, লাখীবাজার ১ জনকে নিয়ে মোট ১৪ জন।

জেলার কসবা উপজেলার আরিয়াবাড়ি ২ জন,সাহাপাড়া ২ জন,খাড়েরা ১ জন,বিনাউটি ১ জন,কল্যাণসাগরের পূর্বপাড় ১ জন, কুটি ১ জনকে নিয়ে মোট ৮ জন।

বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় ১ জন,ভিটি ঝগড়ারচর ১ জনকে নিয়ে মোট ৫জন।

নবীনগর উপজেলার মধ্যপাড়া ১ জন, ইউ এন ও অফিসে ১ জন, উত্তরপাড়া ১ জন,রসুল্লাবাদ ১ জন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসককে নিয়ে মোট ৫জন
বিজয়নগরের সিংগারবিলে ১ জন এবং আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্য কর্মী ও নাসিরনগরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১ জন, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাতে ১ জন, নাসিরনগর থানায় ৪ জনকে নিয়ে মোট ৬জন।
আক্রান্তদের মধ্যে–চিকিৎসক -২ জন, পুলিশ সদস্য-৪ জন, সিনিয়র স্টাফ নার্স-১ ও- ২ জন জনস্বাস্থ্য কর্মী রয়েছেন।






Shares