Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ?

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সাপ্তাহের শুরুতে সরাইলে আশুতোষ চক্রবর্তী শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আশ্বাস দেন তিনি। মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আমরা উন্নত জেলাগুলোতে মেডিকেল কলেজ নির্মাণ করবো, বিশ্ববিদ্যালয় করবো। আমি একটু সুযোগ নিয়েছি, আমার বাড়ি সুনামগঞ্জ। অবশ্যই পিছিয়ে পড়ে যাওয়া হাওরের জেলা। সেখানে আমরা বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছি, মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জের তুলনায় উন্নত জেলা স্বীকার করতেই হবে। ব্রাহ্মণবাড়িয়ার সুমহান ঐতিহ্য আছে, ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ আছে।
তবুও এখানে মেডিকেল কলেজ হয়নি, বিশ্ববিদ্যালয় হয়নি সরকারিভাবে, আপনাদের হক পাওনা আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ বিষয়গুলো তুলে ধরবো। অতি সম্প্রতি অত্যন্ত পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রাম, যেখানে তিস্তার চরে মানুষ বসবাস করে- সেখানে আমরা বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে।






Shares