Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নারী শিল্পিদের পরিবেশনায় ধর্ষণের প্রতিবাদে আমরা নেমেছি পথে শীর্ষক আবৃত্তি অনুষ্ঠিত

+100%-

ধর্ষণ সহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে কবিতার উচ্চারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আবৃত্তিকর্মীরা। গতকাল রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার অবকাশ পার্ক মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বরে এ বিষয়ে “ধর্ষণের প্রতিবাদে আমরা নেমেছি পথে ” শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। পুরো অনুষ্ঠানের শিল্পি,অতিথি সকলেই ছিলেন নারী।

তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক আবৃত্তিশিল্পি রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পি সামিয়া তাহসিন অথৈ এর সঞ্চালনায় কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার। অতিথি হিসাবে বক্তব্য রাখেন অব.প্রধান শিক্ষক কবি শিরিন আকতার,পৌর কাউন্সিলর হালিমা মোর্শেদ ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রাখী। একক আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠনের সানজিয়া আফরিন,সৈয়দা জাহানারা আকতার,সালওয়া তাহসিন অধরা,প্রবর্তক আবৃত্তি সংসদের নুসরাত জাহান বুশরা,ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের ফৌজিয়া হক নুপুর। দলীয় আবৃত্তি পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পিরা। ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যদের পরিবেশনায় সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






Shares