Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় খুলি ছাড়া জন্ম নেয়া শিশুটি মারা গেছে

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মাথার খুলি ও মগজ ছাড়া জন্ম নেয়া কন্যাশিশুটি মারা গেছে। মঙ্গলবার বিকেলে হাসপাতালের শিশু বিভাগে শিশুটির মৃত্যু হয়।

জানা যায়, সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কন্যাশিশুটির জন্ম হয়। জন্ম হওয়ার পর কিছুটা সুস্থ থাকলেও মঙ্গলবার বিকেলে বিকেলে শিশুটি মারা যায়।

এ ব্যাপারে হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. আখতার হোসেন জানান, শিশুটিকে চিকিৎসা দেয়া হয়েছিল। এ ধরনের শিশুর বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। মায়ের ফলিক অ্যাসিডের অভাব ও পুষ্টিজনিত সমস্যার কারণে শিশুটির খুলি ও মগজ গঠন হয়নি। এই শিশুদের অ্যানেনসেফ্যালি বলা হয়। এ ধরনের শিশুদের তেমন কোনো চিকিৎসা নেই। তারপরও আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিয়েছি।






Shares