Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু

+100%-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় করোনার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার ১২টি ওয়ার্ডসহ জেলার ৩০৬ টি ওয়ার্ডে টিকা প্রদান কার্যক্রম চলছে।

সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রসহ বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ।

এ সময় সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের উপস্থিতি রয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত তিন ব্যাপী এই কার্যক্রমের আওতায় ৩ লাখ ৪৯ হাজার মানুষকে ফাইজার ও সিনোভেক্সের টিকা প্রদান করা হবে।






Shares