Main Menu

জেলায় মোট করোনা আক্রান্ত ৫৬৫ জন

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৪ জনের করোনা শনাক্ত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৪জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট ৫৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১৪৮টি নমুনার রিপোর্টে জেলায় নতুন করে ২৪জন করোনায় আক্রান্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে শহরের সদর হাসপাতালের ১জন, কসবা উপজেলায় ১৪জন, সরাইল উপজেলায় ৯জন রয়েছেন । আর এখন পর্যন্ত জেলায় মোট ৫৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৭০ জন, আখাউড়া উপজেলায় ২৮ জন, বিজয়নগর উপজেলায় ১৭ জন, নাসিরনগর উপজেলায় ২৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩২ জন, নবীনগর উপজেলায় ১০৩ জন, সরাইল উপজেলায় ৪৪ জন, আশুগঞ্জ উপজেলায় ২২ জন ও কসবা উপজেলায় ১২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । আক্রান্তদের মধ্যে ৯৪ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৬জন।

আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৪১ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৮১২৩ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৬১১৪ জনের রিপোর্টে- ৫৬৫ জন আক্রান্ত হয়েছে৷






Shares