ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের নাগরিকেরা। বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে দিনের প্রথম প্রহরে জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে সর্বস্তরের জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরের শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবর অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবসহ পুষ্পস্তবরক অর্পণ করেন। এরপর জেলা আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা বিএনপির পক্ষে সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল ছাড়াও সাহিত্য একাডেমী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।