Main Menu

বাসুদেবে রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া সেই শিশুটি পেল শিক্ষক বাবা মা

+100%-

অবশেষে মায়ের কোল পেয়েছে রাস্তায় পড়ে থাকা সেই ছোট্ট শিশুটি। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে ৫ লাখ টাকার বন্ডে শিশুটিকে দত্তক নেয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা গ্রামের নিঃসন্তান এক শিক্ষক দম্পতি। ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদ পারভেজের নির্দেশে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন ওই দম্পতির কাছে শিশুটিকে তুলে দেন। তবে প্রকৃত বাবা-মায়ের সন্ধান পাওয়া যায় তাহলে শিশুটিকে ফেরত দেয়ার শর্ত দেয়া হয়েছে ওই দম্পতিকে।

এর আগে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের একটি সড়কের পাশ থেকে স্থানীয় কৃষক জহিরুল ইসলাম ও তার স্ত্রী পারভীন আক্তার শিশুটিকে উদ্ধার করেন। আনুমানিক পাঁচ মাস বয়সী শিশুটিকে সেখানে একটি কলাগাছের ঝোঁপে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ফেলে যায় কে বা কারা।

পরে রাতে সদর মডেল থানার পুলিশ শিশুটিকে জহিরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, আদালতের নির্দেশে শিশুটিকে দত্তক বাবা-মায়ের কাছে তুলে দেয়া হয়েছে। প্রকৃত বাবা-মাকে পাওয়া গেলে শিশুটি ফেরত দেয়ার শর্ত দেয়া হয়েছে দম্পতিকে।






Shares