Main Menu

মোহনা টেলিভিশনের ৮ বছর পর্দাপন

বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে: মোকতাদির চৌধুরী এমপি

+100%-

শনিবার সকালে মোহনা টেলিভিশনের ৮ বছর পদারপন উপলক্ষ্যে মোহনা টিভি দর্শক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আযোজনে স্থানীয় লোকনাথ দিঘীর ময়দান (টেংকেরপাড়) থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব আজিজুল হক, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান।

মোহনা টিভি দর্শক ফোরামের সভাপতি উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, মোঃ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ শাহজাদা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠার ৮ বছর গৌরবের। মোহনা মুক্তিযোদ্ধের চেতনার পক্ষে কাজ করে। বর্তমানযোগে মিডিয়ায় কাজ করা অনেক গর্বের। বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে। যা অতীতের সরকারগুলোর সময়ে পারেনি। আমি আশা করব মোহনা নিরপেক্ষ সংবাদ প্রচারে কাজ করে যাবে।

পরে প্রধান অতিথি অতিথিবৃন্দকে সাথে নিয়ে মোহনা টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।






Shares