বর্ণাঢ্য আয়োজনে এসএটিভির তৃতীয় বর্ষ পূতি অনুষ্ঠান উদযাপন
বর্ণাঢ়্য আয়োজনে এসএটিভির তৃতীয় বর্ষ পূতি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় নার্সিং ইন্সটিটিউট চত্তর থেকে একটি র্যালি শুরু হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জহিরুল ইসলাম খান। এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার সার্কেল শাহরিয়ার আল মামুন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, প্রবীণ সাংবাদিক মনজুরুল আলম, মোহাম্মদ আরজু, এস এ পরিবহনের কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস,এ,টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ। এসময় বিজিবি ১২ এর অধিনায়ক কর্ণেল নজরুল ইসলামের পক্ষ থেকে তার প্রতিনিধি এসএটিভিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শেষে কেক কেটে ও রকমারী খাবারে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ব্ক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জহিরুল ইসলাম খান বলেন, টেলিভিশন মিডিয়া আজ প্রত্যন্ত জনপদের দুঃখ, দুর্দশার খবর তুলে আনছে, ফলে মানুষ এখন টেলিভিশনমুখী হয়ে পড়েছে। আজকে সাধারন মানুষকে খবরের অপেক্ষায় থাকতে হয়না কারণ মানুষ টেলিভিশন খুললেই ব্রেকিং নিউজ পেয়ে যাচ্ছে। অনেক চ্যালেঞ্জ ও চড়াই উতড়াই পেরিয়ে এসএ টিভি আজকে দর্শকের মনে জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রশাসক আরো বলেন, সাংবাদিকদের কার্যক্রম সমাজের একটি দর্পনের মত। যে দর্পনে ভিতরের অনেক চিত্র ফুটে উঠে ।প্রেস রিলিজ