Main Menu

বঙ্গবন্ধু প্রীতি কাবাডি ম্যাচে মৌলভীবাজার এ্যাথলেটিকস্ এন্ড কাবাডি একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া

+100%-

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কাবাডি খেলার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের দানবীর লোকনাথ দীঘির মাঠে ব্রাহ্মণবাড়িয়া বনাম মৌলভীবাজারের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহায়তায় প্রীতি ম্যাচের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।

খেলায় কাবাডি সোসাইটি অব ব্রাহ্মণবাড়িয়া ৩২-৩০ পয়েন্টে মৌলভীবাজার এ্যাথলেটিকস্ এন্ড কাবাডি একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের গ্রুপে ১০-০ পয়েন্টে সাদা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লাল দল।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: আমিনুর রহমান, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো: আমিনুর রহমান বলেন, খেলায় অংশ নিলেই জয়ী হতে হবে এমন কোনো কথা নেই। অংশ নেওয়াটাই বড় বিষয়। মাদকের কড়াল গ্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা হচ্ছে অন্যতম হাতিয়ার।

জেলা প্রশাসক মো: শাহগীর আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী প্রমুখ।






Shares