Main Menu

প্রখ্যাত শ্রমিক নেতা হাফিজুর রহমান ভূঞা’র মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

+100%-

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা হাফিজুর রহমান ভূঞা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, যুবমৈত্রীর আহবায়ক এড. মোঃ নাসির, দীপক চৌধুরী বাপ্পী, সদস্য  সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন্নাহার, জাতীয় কৃষক সমিতির আহবায়ক নাসির মিয়া, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জাতীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি রহমত আলী।

বিবৃতিতে তারা প্রখ্যাত শ্রমিক নেতা হাফিজুর রহমান ভূঞা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, এদেশের শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা হাফিজুর রহমান ভূঞা’র মরদেহ ঢাকায় তোপাখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে তাঁর লাশ খুলনায় নিয়ে যাওয়া হবে।






Shares