Main Menu

পৌরসভার মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত

+100%-


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির এক ভার্চ্যুয়াল সভা বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় পৌরসভার মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কোভিড-১৯সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সহায়তা প্রদানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অনুকূলে উপ-বরাদ্দকৃত চাল ও জিআর ক্যাশ টাকা বিতরণের লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রস্তুতকরণ ও বিতরণকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উক্ত ভার্চ্যুয়াল সভা পরিচালনা করেন পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজিব, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পৌরসভার মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, করোনা মহামারিসহ নানাভাবে ভয়াবহ দুর্যোগ ও প্রতিকূল অবস্থা আমরা মোকাবিলা করছি। বর্তমান পরিস্থিতিতে সকলকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও কোভিড-১৯সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কর্মহীন অসহায়দের মাঝে জি.আর চাল ও নগদ অর্থ বিতরণের তালিকা পুঙ্কানুপুঙ্কভাবে অধিকতর যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রস্তুত করে তাদের মাঝে বিতরণ নিশ্চিত করতে হবে।






Shares