Main Menu

দেশের উন্নয়ন চলমান রাখার স্বার্থে আপনারা সবাই নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করবেন:: মোকতাদির চৌধুরী এম.পি

+100%-

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৫ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য পদ প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার । এ সরকারের শাসনামলে সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। এর ছোঁয়া আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ায়ও
লেগেছে। ব্রাহ্মণবাড়িয়া শহরসহ সর্বত্র আগের থেকে অনেক সুন্দর হয়েছে। তাই ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের উন্নয়ন চলমান রাখার স্বার্থে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে মাাপনারা সবাই উন্নয়নের প্রতীক নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করবেন, আজ থেকে আপনারা সবাই ওয়াহাব সাহেবের নেতৃত্বে মাঠে নেমে যাবেন। ওয়াহাব সাহেব আপনাদের সাথে
যোগাযোগ রাখবেন। আপনারাও সবাই ওয়াহেদুল হক ওয়াহাব সাহেবের সাথে, আল মামুন সরকার সাহেবের সাথে আর আমার সাথে যোগাযোগ রাখবেন। আপনারা তো জাতীয় পার্টি করেন, এরশাদ সাহেবের দল করেন । বিএনপি তো দেশের ভাল করেনা । আমাদের নৌকা ওয়ালারা দেশের ভাল করে, মঙ্গল করে । তাই আপনারা ঘরে বসে না থেকে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে দলে দলে মাঠে নেমে ঘরে ঘরে যেয়ে নৌকার পক্ষে কাজ করবেন।
গতকাল ১৭ ডিসেম্বর সোমবার বিকেলে জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুল হক ওয়াহাব এর নেতৃত্বে তাঁর কর্মী সমর্থকরা ইণ্ডাষ্ট্রিয়েল স্কুল চত্বরে জেলা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আয়োজিত মতবিনিময় সভায় মোকতাদির চৌধুরী এম.পি তাদের উদ্দেশ্যে এ কথা বলেন।

এ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সবাইকে ঘরে বসে না থেকে নৌকার বিজয় নিশ্চিতে মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাবার আহ্বান জানান। এ সময় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ জাতীয় পার্টির মাহমুদা জাহান,সাথী আক্তার, জেমি আক্তার, রিমা আক্তার, হেনা আক্তার, মর্জিনা আক্তার, জেলা
জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, জাতীয় পার্টির সদস্য মো: নজরুল ইসলাম, মো: তোহা, মো: জামাল মিয়া, হুমায়ুন কবির, আতাউর রহমান, গাজী জামাল, মাওলানা মো: তারেক, কাওসার, বাবুল সওদাগর সহ বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন






Shares