Main Menu

সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের নব নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের লালন ও বিকাশে নব নির্বাচিত সকল সদস্যগণকে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু ব্রাহ্মণবাড়িয়ার বরেণ্য সন্তান নন, বিশ্ব শাস্ত্রীয় সঙ্গীতে বরপুত্র হিসেবে তিনি বিশ্ব স্বীকৃত সঙ্গীত ব্যক্তিত্ব। তার নামাংকিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের লালন ও বিকাশে প্রতিষ্ঠানটির নব নির্বাচিত সকল সদস্যগণকে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের নব নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের নব নির্বাচিত সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, নব নির্বাচিত সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন খানম, কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, কবি জয়দুল হোসেন, কন্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সঙ্গীতাঙ্গণের অধ্যক্ষ ওস্তাদ হেলাল উদ্দিন। পরে তিনি নব নির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে এক ফটোসেশনে মিলিত হন।






Shares