Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু-চিকনগুনিয়া রোধে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পৌরসভার কর্মীদের পাশাপাশি আমাদেরও নিজ বাড়ির আঙ্গিনা পরিছন্ন রাখতে হবে — পৌর মেয়র নায়ার কবির

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌরশহরের পাইকপাড়া এলাকায় মশক নিধন ওষুধ ছিটানোর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এ অভিযানের উদ্বোধন করে পৌর মেয়র নায়ার কবির।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, মোঃ ফারুক মিয়া, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী (সিভিল) সুমন দত্ত, সোহেল মিয়া, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ ইদ্রিস মিয়া, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মীর মোস্তাফিজুর রহমানসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সচিব মোঃ সামছুদ্দিন।
উদ্বোধনকালে মেয়র নায়ার কবির সাংবাদিকদের জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পৌরসভার কর্মীদের পাশাপাশি আমাদেরও নিজ বাড়ির আঙ্গিনা পরিছন্ন রাখতে হবে। “বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা, টায়ার টিউব বা কোনো পাত্রে, ফলের টবে, বিল্ডিং এর ছাদে অথবা অনেক দিনের জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়ে ডেঙ্গু রোগের বিস্তার না ঘটে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।” নিজে সচেতন হউন, অন্যকে সচেতন করুন।






Shares