Main Menu

চিলোকুট দরবার শরিফের ৫৯তম উরুছ মাহফিল সম্পন্ন

+100%-

ব্রাহ্মনবাড়ীয়া জেলার অন্যতম আধ্যাতিক প্রাণকেদ্র ঐতিহ্যবাহী চিলোকুট দরবার শরীফের ৫৯তম বাৎসরিক উরুছ মাহফিল গত সোমবার হাজার হাজার ভক্তবৃন্দ ও আশকানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় । উক্ত উরুছ মাহফিলেটি ঐতিহ্যবাহী চিলাকুট দরবার শরীফের সাজ্জাদানাশীন পীর সাহেব পীর তরিকত শাহ সুফি হযরত মাওঃ সৈয়দ মনিরুল ইসলাম আলকাদরী সাহেবের সভাপতিত্ব বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাংগঠনিক সচিব জননেতা আলহাজ্ব এডঃ মোহাম্মদ  ইসলাম উদ্দিন দুলাল,তিনি তার বক্তব্যে বলেন- অলি আউলিয়া করামগন তাদর ত্যাগ, সাধনা ও প্রিয় নবী হযরত মাহাম্মদ (দঃ) এর আদর্শ অনুসরন ও অনুকরনের মাধ্যমে এ দেশে ইসলামের মর্মবানী প্রচার করে মানুষকে সঠিক পথের দিক নির্দশনা দিয়ছেন। আজও অলি আউলিয়া করামগন ইসলামের মর্মবানী মানুষের দ্বারে দ্বারে প্রচার করে যাচ্ছেন, মানুষ আউলিয়া করামগনের পদাংক অনুসরন করে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে তার আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই ইহকালীন কল্যান এবং পরকালীন মুক্তি পাওয়া সম্ভব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী চিলােকুট দরবার শরীফের অন্যতম খলিফা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি পীরে তরিকত শাহ সুফি হযরত মাওঃ অধ্যাপক নাজিম উদ্দিন আলকাদেরী, অধ্যাপক এমদাদুল হক রাজ নগরী,জেলা ইসলামী ফ্রন্টের শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল আজিজ আল কাদরী, এড. মােজাম্মেল হক, এড. মিজানুর রহমান, সদর উপজেলা ইসলামী ফ্রন্টের নেতা জনাব মাঃ মিজানুর রহমান,মাওঃ সলিম হােসাইন আলকাদরী, পীর তরিকত মাওঃ সুলতান মাহমুদ, পীর তরিকত মাওঃ ফাইজুল ইসলাম, কাজী মাওঃ নজরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী যুবসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ সভাপতি যুবনেতা মুফতি মাওলানা সায়েদুর রহমান রেজভী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি সংগ্রামী ছাত্রনেতা সৈয়দ আবুল বাশার, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহ-সভাপতি সংগ্রামী ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ হেলাল উদ্দিন, সাদেকপুর ইউপি সভাপতি মোহাম্মদ মােবারক হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ সাইফুল ইসলাম রিফাত, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ঈমান আলী, সহ অসংখ্য আলম ওলামায়ে কেরাম ও দরবার শরিফের অসংখ্য ভক্তবৃন্দ এবং আশেকান জাকেরান উপস্থিত ছিলেন।






Shares