Main Menu

খাদ্যে ভেজাল : আদর্শ ও মাতৃভান্ডারকে ১ লক্ষ করে এবং ঝুমুর হোটেলকে ২ লক্ষ জরিমানা

+100%-

খাদ্যে ভেজাল, মান সম্মত না হওয়া, পুষ্ঠিতথ্য না থাকা, লেভেলিং প্রবিধানমালা ২০১৮ না মানা, উৎপাদন ও মেয়াদউত্তীর্ণে তারিখ না থাকার কারনে ব্রাহ্মণবাড়িয়া শহরের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এঁর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় নিরাপদ খাদ্য আইন,২০১৩ লংঘনের দায়ে শহরের আদর্শ মাতৃভান্ডারকে (১ লক্ষ), মাতৃভান্ডার (১ লক্ষ) ও দি ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্টকে (২ লক্ষ) প্রতিষ্ঠানসমূহকে জরিমানা আরোপ করা হয় ; অনাদয়ে ৩ মাস কারাদন্ড প্রদান করা হয়।

এসময় তাদেরকে সতর্ক করে দেয়া হয়।ভবিষ্যতে যাতে তারা এ ধরনের অপরিচ্ছন্নতা থেকে বিরত থাকে ও খাদ্যের মান ঠিক রেখে ব্যাবসা পরিচালনা করে ।






Shares